ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নূরুল আলম আতিকের নতুন চলচ্চিত্র

প্রকাশিত: ০৫:৪৫, ২ নভেম্বর ২০১৫

নূরুল আলম আতিকের নতুন চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ ‘ডুব সাঁতার’ চলচ্চিত্রে ব্যপক প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। তাঁর এই প্রথম চলচ্চিত্রে প্রথমবারের মত মূল নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে জয়া হাসানের। দীর্ঘ বিরতির পর এ নির্মাতা নির্মাণ করতে যাচ্ছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। নাসির উদ্দিন ইসুফের গল্পে সরকারি অনুদান প্রাপ্ত এ চলচ্চিত্রটি নিয়েই এখন এ নির্মাতার সব ব্যস্ততা। বর্তমানে চলছে শুটিং পূর্ব প্রস্তুতি। চলচ্চিত্রের অভিনয়শিল্পী নির্বাচনে চলছে অডিশন। এ ছবির অন্যতম একটি চরিত্র ফাইটার মোরগ। সম্প্রতি সেই মোরগেরও স্ক্রিন টেস্ট নেওয়া হয় নূরুল আলম আতিকের অফিসে। তিনি জানান এখনো, মূল অভিনেতা অভিনেত্রী নির্বাচন হয়নি। বেশ কয়েকজনের সঙ্গে কথা চলছে। শিগগিরই নির্বাচন করা হবে সকল অভিনয়শিল্পীদের। তিনি বলেন, আমাদের গল্পের চরিত্র অনুসারে যে ধরনের অভিনয়শিল্পী আমাদের প্রয়োজন সে রকম শিল্পীই খোঁজা হচ্ছে। কিন্তু মুশকিল হলো অভিনয়শিল্পী পাওয়াটাই কষ্ট। সব দিকে মিলে না। আশা করছি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যেহেতু গল্পটি মুক্তিযুদ্ধের তাই আমাদেরকে অনেক সচেতন থাকতে হচ্ছে সকল বিষয়ে। তিনি আরো জানান, আগামী জানুয়ারি থেকে এ ছবিটির শুটিং শুরু হবে। গাইবান্দা, সৈয়দপুর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হবার কথা রয়েছে। নুরুল আলম আতিক জীবনের বেশির ভাগ কাজই করেছেন টেলিভিশনের জন্য। শিল্পের সঙ্গে কখনোই আপস করেননি। নিজস্ব ভাষা রীতি আর স্টাইল নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। শুধু তাই নয় বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের বিকাশে রয়েছে তার অন্যতম ভূমিকা। নূরুল আলম আতিকের উলেখযোগ্য কাজগুলো হচ্ছে, সাইকেলের ডানা, চতুর্থমাত্রা, বিকল পাখির গান, জোরা ইলিশ, বনফুল, জার্নি বাই বোট, মারমেইড, যাদুর শহর, মনে মনে, চন্দ্রবিন্দু।
×