ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতে চুলের যত্ন

প্রকাশিত: ০৫:৪৭, ২ নভেম্বর ২০১৫

শীতে চুলের যত্ন

আসছে শীত এসময় ঋতুর যেমন পরিবর্তন হয় তেমনি পরিবর্তন হয় আমাদের শরীরের । আর শীত আসা মানেই সবকিছুতেই রক্ষতা চলে আসে। এই সময় দরকার একটু বাড়তি যতেœর, শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় চুল। তাই চুলের প্রয়োজন একটু বাড়তি যতেœর। শীত চুলের প্রধান সমস্যা হয় খুসকি আর যার ফলে সৃষ্টি হয় চুল পড়া। তাই চুলকে কিভাবে খুসকি হতে মুক্ত রাখা যায় তার কিছু উপায়। খুসকি দূও করার উপায়ঃ সপ্তাহে দুই-তিন দিন রাতে ঘুমানোর আগে নারিকেল তেলের সাথে অলিভ অয়েল বা কেস্টল ওয়েল মিশিয়ে হালকা গরম কওে মাথায় ম্যাসাজ করুন, সারারাত রেখে সকাল , স্যাম্পু করে ফেলুন। ১ চামচ লেবুর রস এবং ৫ চামচ নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করুন। ২০-৩০ মিনিট রেখে স্যাম্পু কওে ফেলুন। এলভেরা জেল স্পাপে ব্যবহার কওে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে। পেয়াজের রস স্পাপে ব্যবহার করুন। ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন, পেয়াজের গন্ধ দূও করতে লেবুর রস ব্যবহার করুন। ডিমের সাদা অংশ স্কাপে ব্যবহার করে ১ ঘন্টা য়াওযার কেপ বা তয়লা পেচিয়ে রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সুষ্ক চুলের জন্য এটা ভাল উপকারী এতে খুশকি ও চুল পড়া বন্ধ হবে এবং এটি কন্ডিশনার হিসেবেও কাজ করে। মডেল : লীরা
×