ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর হাট শীতের সবজিতে ভরে উঠেছে

প্রকাশিত: ০৫:৫১, ২ নভেম্বর ২০১৫

নীলফামারীর হাট শীতের সবজিতে  ভরে উঠেছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শীতের সবজিতে ভরে উঠেছে নীলফামারীর বিভিন্ন হাটবাজার। শীতের নতুন সবজি বাজারে আসায় লাভবান হচ্ছেন চাষীরা। বিশেষ করে নীলফামারী সদর, সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও ডিমলা উপজেলায় শীতের আগাম সবজির ব্যাপক আবাদ করেছে কৃষককুল। চারদিকে শীতের সবজির সমারোহ। বাঁধাকপি, ফুলকপি, মুলা, করলা, লালশাক, পালংশাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, ডাঁটা চিচিঙা, পটল, ঢেঁড়সে ভরে গেছে। কৃষকরা জানান, টানা কয়েক বছর ধান চাষে কৃষকরা দাম না পাওয়ায় শীতের সবজি আবাদ করে দুটো পয়সার মুখ দেখছেন। বিশেষ করে এলাকায় আগাম শীতকালীন সবজিতে এখানকার কৃষকরা আজ স্বাবলম্বী হয়ে উঠছে। জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে শিম প্রতিকেজি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, নাপাশাক ৪০ টাকা, সরিষা শাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, মুলা ২৫ টাকা ও টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজী পাইকাররা জানায়, সবজি কিনে তারা ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগ সূত্র মতে, চলতি মৌসুমে জেলায় আগাম জাতের বিভিন্ন সবজি আবাদ হয়েছে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে।
×