ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই পায়ে জেএসসি পরীক্ষা

প্রকাশিত: ০৫:৫২, ২ নভেম্বর ২০১৫

দুই পায়ে জেএসসি পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ নবেম্বর ॥ যেন শিক্ষার জন্য যুদ্ধ। অদম্য বেলাল দুই পা দিয়েই দিচ্ছে জেডিসি পরীক্ষা। দুই হাত নেই। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী বেলাল এভাবেই তার শিক্ষাজীবনের চাকা ঠেলছে। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর প্রবল ইচ্ছা শক্তির কথা ব্যক্ত করল এ কিশোর। নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে বাড়ি বেলালের। উমেদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক অক্ষমতা দমাতে পারেনি তাকে। প্রথমদিনের পরীক্ষা খুব ভাল হয়েছে বলে তার দাবি। তার লেখার অক্ষরও সুন্দর। কর্তৃপক্ষ বেলালের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। দেয়া হয়েছে অতিরিক্ত কুড়ি মিনিট সময়। পিএসসিতে জিপিএ তিন দশমিক ৭৫ পেয়ে উত্তীর্ণ হয় বেলাল। অষ্টম শ্রেণীতে ৭৪ শিক্ষার্থীর মধ্যে বেল্লালের রোল নম্বর-৬। নীলফামারীতে দুই প্রতিবন্ধী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, অদম্য মেধা আর পড়ালেখার প্রতি প্রবল ইচ্ছা দমাতে পারেনি প্রতিবন্ধী দুই অষ্টম শ্রেণীর ছাত্রকে। তারা রবিবার থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে। এরা হলো শারীরিক প্রতিবন্ধী নাঈম ইসলাম ও বাক প্রতিবন্ধী সেলিম আহমেদ। সরকারীভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা নির্ধারিত সময়ের ১০% বেশি। অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষার ক্ষেত্রে তাদের সময় হবে সাড়ে তিন ঘণ্টা। কিন্তু তারা সকলকে আশ্চর্য করেছে ওই বাড়তি ৩০ মিনিট সময় এই দুইজনের প্রয়োজন হয়নি। স্বাভাবিক পরীক্ষার্থীদের মতো তারা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার খাতা জমা দিয়ে তাক লাগিয়ে দেয়।
×