ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেভিতোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৫:৫৯, ২ নভেম্বর ২০১৫

কেভিতোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাই চ্যাম্পিয়ন। বিএনপি পরিবাস ডব্লিউটিএ ফাইনালসে পেত্রা কেভিতোভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৭তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুললেন পোল্যান্ডের এই টেনিস তারকা। তবে সুদীর্ঘ ক্যারিয়ারে ডব্লিউটিএ ফাইনালস জেতাটাই তার সবচেয়ে সেরা সাফল্য। অসাধারণ এই অর্জনের পর আনন্দে-উদ্বেলিত রাদওয়ানস্কা। তার লক্ষ্য এখন নতুন বছর। সিঙ্গাপুরের এই টুর্নামেন্ট জয়ের অনুপ্রেরণা নতুন মৌসুমেও কাজে লাগাতে চান ২৬ বছর বয়সী এই পোলিশ তারকা। অথচ ডব্লিউটিএ ফাইনালসে হার দিয়ে শুরু করেছিলেন রাদওয়ানস্কা। রাউন্ড রবিনের প্রথম দুই ম্যাচেই পরাজয় দেখেছিলেন তিনি। প্রথম ম্যাচে ইতালিয়ান তারকা ফ্লাভিয়া পেনেত্তা এবং দ্বিতীয় ম্যাচে রাশিয়ান গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভার কাছে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু রাউন্ড রবিনের শেষ ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারান রাদওয়ানস্কা। আর তাতেই ভাগ্য সুপ্রসন্ন তার। তবে রাদওয়ানস্কার সেমিতে উঠার সব কৃতিত্ব মারিয়া শারাপোভারই। মাশার সৌজন্যে সেমিতে উঠে টুর্নামেন্টের শেষ চারে নিজের পারফর্র্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন রাদওয়ানস্কা। ফাইনালে উঠার লড়াইয়ে স্পেনের গারবিন মুগুরুজাকে হারিয়ে রীতিমতো চমকই উপহার দেন তিনি। রাউন্ড রবিনের এক ম্যাচ আর সেমিফাইনাল জিতেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ ছিলেন পেত্রা কেভিতোভা। মৌসুমের পুরোটা সময় নিষ্প্রভ থাকলেও ডব্লিউটিএ ফাইনালসে দারুণ পারফর্মেন্স উপহার দেন এই চেক তারকা। বিশেষ করে সেমিফাইনালে অসাধারণ খেলেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন কেভিতোভা। আর সেই কেভিতোভাকেই সেমিতে পরাজয়ের স্বাদ উপহার দেন রাদওয়ানস্কা। শিরোপা জয়ের লড়াইয়ে পোলিশ তারকা এদিন ৬-২, ৪-৬ এবং ৬-৩ গেমে হারান দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে। আর ম্যাচ জিতেই কান্নায় ভেঙ্গে পড়েন রাদওয়ানস্কা। সাত বারের প্রচেষ্টায় এবার প্রথম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এই কান্নাটা যে তার আনন্দের তা আর বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে তিনি নিজের মুখেই স্বীকার করেছেন যে এর চেয়ে ভাল কিছু আর হতে পারে না। এ বিষয়ে রাদওয়ানস্কা বলেন, ‘এটার মানে সবকিছুই ...। এটাই আমার ক্যারিয়ারের প্রথম ফাইনাল এবং প্রথমবারই চ্যাম্পিয়ন এর চেয়ে কী আর ভাল হতে পারে।’
×