ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে ১ কোটি ৩৫ লাখ ভারতীয় মুদ্রা জব্দ

প্রকাশিত: ০৭:৫৩, ২ নভেম্বর ২০১৫

শাহজালালে ১ কোটি  ৩৫ লাখ ভারতীয়  মুদ্রা জব্দ

স্টাফ রিপোর্টাার ॥ ফ্রাইপ্যানের ভেতর লুকিয়ে ভারতীয় মুদ্র্রৃা আনার পর শেষ রক্ষা হয়নি জাহাঙ্গীরের। তার চেয়েও ধূর্ত কাস্টমস সদস্যরা তাকে ফ্লাইট থেকে নামার পরই অনুসরণ করতে থাকে। গ্রীন চ্যানেলের কাছাকাছি আসতেই তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ফ্রাইপ্যান খুলতেই দেখা মেলে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় রুপী। শুধু ফ্রাইপ্যান নয়, বিশালাকারের সুটক্যাসের নিচে সুকৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ রুপীর সন্ধান মেলে। রবিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে এ ভাবেই ঢাকা কাস্টমস হাউস অভিযান চালিয়ে জব্দ করে ১ কোটি ৩৫ লাখ ভারতীয় মুদ্রা। সকাল আটটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে -৫৮২ ) অবতরণের পর থেকেই জাহাঙ্গীরের পিছু নেয় কাস্টমস সদস্যরা। গ্রীন চ্যানেলে স্ক্যানারের লাগেজ পরীক্ষা করলেও তাতে ওই মুদ্রা ধরা পড়েনি। এ সময় লাগেজ তল্লাশি করেই ধরা হয় এসব মুদ্রা। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লায়। তিনি থাকেন করাচীতে। সেখান থেকেই আউট পাস নিয়ে দুবাই হয়ে তিনি ঢাকায় আসেন। এ বিষয়ে থানায় মামলা দেয়া হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
×