ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৮:৪৮, ২ নভেম্বর ২০১৫

ঈশ্বরদীতে যুদ্ধাপরাধ  ট্রাইব্যুনালের সাক্ষীকে কুপিয়ে  জখম

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দ-াদেশপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুস সোবাহানের মামলার রাষ্ট্র পক্ষের সাক্ষী ও সাহাপুর গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে আব্দুর রহমান সরদারকে (৬৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাতটায় ঈশ্বরদীর প্রত্যন্ত অঞ্চল সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান সরদারের ছেলে সজীব সরদার জানান, নিজ বাড়ি থেকে তার পিতা আব্দুর রহমান কাছের সাহাপুর মসজিদ মোড়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের হামিজ উদ্দিনের ছেলে বিশুসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। ঘটনার পরই পরিবারের লোকজন তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে। ওই মামলার রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু সাংবাদিকদের জানান, বিষয়টি জমি-জমা পারিবারিক বিরোধে ঘটেছে। যারা আব্দুর রহমান সরদারকে ছুরিকাঘাত করে আহত করেছে তাদের পেছনে স্বাধীনতা বিরোধীদের ইন্ধন থাকতে পারে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, বিষয়টি জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের হিসেবে ঘটেছে।
×