ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্্রাইবুন্যালের স্বাক্ষীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১৮:২৪, ২ নভেম্বর ২০১৫

ঈশ্বরদীতে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্্রাইবুন্যালের স্বাক্ষীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্্রাইবুন্যালে ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুস সোবাহানের মামলার রাষ্ট্র পক্ষের স্বাক্ষী ও সাহাপুর গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে আব্দুর রহমান সরদার (৬৬) কে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা। রবিবার সন্ধ্যা সাতটায় ঈশ্বরদীর প্রত্যন্ত অঞ্চল সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান সরদারের ছেলে সজিব সরদার জানান, উল্লেখিত সময়ে নিজ বাড়ি থেকে তার পিতা আব্দুর রহমান নিকটস্থ সাহাপুর মসজিদ মোড়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের হামিজ উদ্দিনের ছেলে বিশুসহ কয়েকজন দূর্বত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। ঘটনার পরই পরিবারের লোকজন তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, বিষয়টি জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেড় হিসেবে ঘটেছে। কৃষকলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাদেক আলী বিশ্বাস গং ও আব্দুর রহমান সরদার পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঈশ্বরদী থানায় জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় ৪/৫টি মামলা বলবত রয়েছে। এ ঘটনার সাথে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্্রাইবুন্যাল মামলার বা স্বাক্ষীর কোনো সম্পর্ক নেই।
×