অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
অনলাইন রির্পোটার ॥ গণজাগরণ মঞ্চের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
বাপ্পাদিত্য লিখেছেন, ‘কিছুক্ষণ আগে রাত ৯টা ৯ মিনিট ২৩ সেকেন্ডে আমার ফোনে একটি নম্বরবিহীন এসএমএস এসেছে। ইংরেজিতে তাতে লেখা রয়েছে Be prepared... Next target you... (বি প্রিপিয়ার্ড, নেক্সট টার্গেট ইউ)। বিষয়টি আমি স্থানীয় থানার ওসি এবং ডিবিকে জানিয়ে রেখেছি।’