ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ অস্ত্রসহ আটক-৭

প্রকাশিত: ২০:৩৬, ২ নভেম্বর ২০১৫

পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ অস্ত্রসহ আটক-৭

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি দুইনলা বন্দুক ও একটি দেশীয় অস্ত্রসহ ৭জনকে আটক করে । আটককৃতরা হলো, সুলিন বিকাশ চাকমা, নব বিকাশ চাকমা, অমর কান্তি চাকমা, রিগেন চাকমা, তরুন বিকাশ ত্রিপুরা, মিন্টু চাকমা, তরংগ্য ত্রিপুরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছু উদ্দিন ভূইয়াঁ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ অক্টোবর কৃষি গবেষণা এলাকার বাসিন্দা অশমি ত্রিপুরাকে পালিয়ে বিয়ে করেন গুগড়াছড়ি এলাকার বাসিন্দা জনৈক জ্যোতিময় ত্রিপুরা। বিয়ের দুইদিন পর অশমি ত্রিপুরা বই আনার জন্য বাপের বাড়ি গেলে তাকে সেখানে আটকে রাখা হয়। পরে স্বামী স্ত্রীকে আনতে গেলে শ্বাশুড়বাড়ির লোকজনের চাপের মুখে সে স্ত্রীকে ছাড়া চলে আসে। কিন্তু স্ত্রী অশমী ত্রিপুরা পালিয়ে স্বামীর বাড়ি চলে আসলে বাপের বাড়ির লোকজন তাকে খুজঁতে স্বামীর বাড়ির গ্রামে যায়। সেখানে একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের সদর সার্কেল এএসপি রইস উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূইয়ার নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং পালিয়ে যাওয়ার সময় সেখান থেকে ৭জনকে অস্ত্রসহ আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
×