ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে আওয়ামী লীগের নেতার হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:১৯, ২ নভেম্বর ২০১৫

নাটোরে আওয়ামী লীগের নেতার হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

সংবাদাতা, নাটোর॥ নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা ফজলার রহমান ফনু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আদালত কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে খালাস দেওয়া হয়েছে অন্য সাত আসামিকে। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৮ জানুয়ারি শনিবার দুপুরে ফনুকে উপজেলার সাঈল এলাকায় কুপিয়ে ও গুলিকরে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মাইনুল হক চুনু। এরপর গত বছরের ১০ নভেম্বর মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ মামলার ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।
×