ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহবাগ থানায় মামলা করলেন দীপনের স্ত্রী

প্রকাশিত: ২২:৪৩, ২ নভেম্বর ২০১৫

শাহবাগ থানায় মামলা করলেন দীপনের স্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী ডা. রাজিয়া রহমান। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ২টার দিকে নিহত দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার নম্বর তিন। গত শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা কার্যালয়টি বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার ও লেখন অভিজিৎ রায়ের 'বিশ্বাসের ভাইরাস' বইয়ের প্রকাশক ছিলেন দীপন। দীপনকে হত্যার দিনই রাজধানীর লালমাটিয়ায় অভিজিতের বইয়ের আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে একই কায়দায় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিজিৎ রায়ের লেখা 'অবিশ্বাসের দর্শন' কয়েকটি বই প্রকাশ হয়েছিল টুটুলের প্রকাশনা প্রতিষ্ঠান 'শুদ্ধস্বর' থেকে।
×