ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ

প্রকাশিত: ২৩:৩২, ২ নভেম্বর ২০১৫

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ

অনলাইন ডেস্ক ॥ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদেরকে বিকেল ৫টার মধ্যে আর ছাত্রীদেরকে আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, গত শনিবার রাতে পূর্বশত্রুতার জেরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ লাফছুর অনুসারী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিবুল হাসানের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ তানভীরের অনুসারীরা। এর জেরে রাত ৩টার দিকে নাহিদের অনুসারীরা শাহনেওয়াজ তানভীরের অনুসারী শহীদ তারেক হুদা হলের হাবিবকে মারধর করে। পরে শিক্ষকরা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করেন । ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উভয় গ্রুপের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এসময় অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি সামাল দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন ছাত্র আহত হয়। এরই জের ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
×