ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মৌন মিছিল

প্রকাশিত: ২৩:৫৬, ২ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মৌন মিছিল

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ থানার সভাপতি ও জাগৃতি প্রকাশনের প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সোমবার বিভিন্ন কর্মসূচী অর্ধদিবস ধর্মঘট, মানবন্ধন, মৌন মিছিল ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সকাল ১১টায় সদরের চক বাজার থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। এর আগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালন করে। মানববন্ধন কর্মসূচী ও মৌন মিছিলে অংশ গ্রহন করেন, লক্ষ্মীপুর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ প্রমূখ। বক্তারা দীপন হত্যাকারীদের অবিলম্বের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
×