ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ৬৯টি ভ্রাম্যমান লাইব্রেরী হচ্ছে

প্রকাশিত: ০০:৫৭, ২ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ৬৯টি ভ্রাম্যমান লাইব্রেরী হচ্ছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে ৬৯টি ভ্রাম্যমান লাইব্রেরী হচ্ছে। জেলা ৬৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় একটি করে এই লাইব্রেরী তৃনমূল পর্যায়ে মানুষের ঘরে ঘরে পৌছবে। চলতি মধ্য নবেম্বরে এই লাইব্রেরীগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। মোট ৬টি উপজেলা এবং ২টি পৌরসভার মধ্যে ৭টি রংয়ের এই লাইব্রেরীগুলো একযোগে উদ্বোধন হবে। সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল তাঁর সভাকক্ষে জেলার সকল ইউএনও, ইউপি চেয়ারম্যান এবং সচিবদের সাথে মতবিনিময়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও এডিসি মো. ফজলে আজিম, এডিসি হারুনুর রশিদ, অধ্যাপক সুখেন চন্দ্র দাস এবং প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। সভায় ইউনিয়ন পর্যায়ে নানা সম্ভবনা ও সমস্যা নিয়েও আলোচনা হয়। সাধারণের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন জ্ঞান চর্চ এবং সৃজনশীল কর্মকান্ডের প্রতি গুরুত্বারোপ করা হয়। ঘরে ঘরে যাওয়ার জন্য ছোট আকারের তিন চাকার রিক্সা ভ্যানে করা হয়েছে লাইব্রেরীটি। চালক নিজেই লাইব্রেরীয়ানে দায়িত্ব পালন করবে। বিনামূল্যে দেয়া নেয়া করবে।
×