ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৫শ’ পরীক্ষার্থী অনুপস্থিত ॥ কারণ বাল্যবিবাহ

প্রকাশিত: ০১:০৪, ২ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ৫শ’ পরীক্ষার্থী অনুপস্থিত ॥ কারণ বাল্যবিবাহ

স্টাফ রিপোটার্র, মুন্সীগঞ্জ ॥ জেএসসি ও জেডিসি পরীক্ষায় মুন্সীগঞ্জে ৪৯৮ পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। এর মধ্যে জেএসসিতে ৪০৯ এব্ং জেডেসিতে ৮৯ জন। বিপুল সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। তবে ধারনা করা হচ্ছে-অনুপস্থিতির অন্যতম কারণ বাল্যবিবাহ। খোদ জেলা সদরের পৌরসভাধীন রনছ রুহতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তারের বাল্য বিবাহ হয়েছে কয়েক দিন আগে। তাই সে অনুপস্থিত। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মালেক সরকার জানান, আমেনা প্রবেশপত্রটিও গ্রহন করেনি, এটি পরে আছে বিদ্যালয়ের আলমিরায়। বিদ্যালয় থেকে তার অভিভাবকের সাথে যোগাযোগ করা হলে, সারা পাওয়া যায়নি। তবে তিনি জেনেছেন, আমেনার বিয়ে হয়েগেছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এই পরীক্ষার্থীদের অনুপস্থিতিরি সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খোঁজ খবর করা হচ্ছে, এরপরই কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের পরিখংখ্যানে দেখা যায়, প্রতিটি কেন্দ্রেই ছিল এই অনুপস্থিতি। মুন্সীগঞ্জ জেলায় এবছর জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ২০ হাজার ৪২৩ জন। তবে ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ২০ হাজার ১৪ জন। এছাড়া জেডিসির মোট পরীক্ষার্থী ১ হাজার ৪০২। ৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৩১৩ জন। জেএসসিতে টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেই ১১৯ পরীক্ষার্থী অনুপস্থিত। এই উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ২৩ জন। সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড় আদর্শ উচ্চ বিদ্যালয় ২৯, ইছাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১, শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনে ২০, রাজদিয়া অভয়নগর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪ জন। লৌহজং উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন ও হলদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন। গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ ও ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে ১২। শ্রীনগর উপজেলার শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২, হাসাঢ়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ে ১৯ ও রাঢ়ীখাল জেসি বোস উচ্চ বিদ্যালয়ে ৩৯। মুন্সীগঞ্জ সদর উপজেলার এভিজেএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩ ও কেকে গভঃ ইনস্টিটিউশন কেন্দ্রে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
×