ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার জেএমবির বিরুদ্ধে মামলা

দিনাজপুরে পাঁচ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৪:১৯, ৩ নভেম্বর ২০১৫

দিনাজপুরে পাঁচ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন জেএমবি এহসার সদস্য শহিদুল ইসলামকে সোমবার দিনাজপুর আদালতে হাজির করা হয়। আদালত ৫ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে প্রকাশ, সোমবার দুপুর ১২টায় দিনাজপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম-এর আদালতে জঙ্গী সংগঠন-জেএমবির এহসার সদস্য শহিদুল ইসলাম (৫৮)কে হাজির করা হয়। মামলায় গ্রেফতারকৃত অপর ২ আসামি উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার রফিকুল ইসলাম ওরফে জোবায়ের ওরফে রাসেল ওরফে জসিম (৩০) ও এহসার সদস্য শাহিন হোসেন (২৯) কাশিমপুর কারাগারে অপর মামলায় আটক রয়েছে। গত ধার্য তারিখে ওই ২ আসামিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে দিনাজপুর আদালতে হাজির করার জন্য আদেশ দেয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে ওই ২ জন শীর্ষ জঙ্গীকে সোমবার আদালতে হাজির করা হয়নি বলে, দিনাজপুর জেলা কারাগার থেকে পাঠানো প্রতিবেদনে আদালতকে অবহিত করা হয়। মামলার সাক্ষী বিপ্লব মিয়া, আব্দুস সামাদ, আইয়ুব আলী, তরিকুল ইসলাম ও জাফর আলী সোমবার সাক্ষ্য দেয়ার জন্য কোন কারণ ছাড়াই আদালতে হাজির হননি। বিচারক ওই ৫ সাক্ষীকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। সেই সঙ্গে ঢাকা কাশিমপুর কারাগারে আটক ওই ২ আসামি শীর্ষ জঙ্গী রফিকুল ও শাহিনকে একইদিন আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মামলার অপর পলাতক আসামি সোহেল মাহফুজ ওরফে তুহির মামলা দায়েরের পর থেকে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব সদস্যরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের কোরবান আলীর পুত্র জেএমবি’র এহসার সদস্য শহিদুল ইসলাম (৫৫)-এর বাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ, জিহাদী বই, লিফলেট, গামবুটসহ তাকে গ্রেফতার করা হয়।
×