ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ সত্যিকারের গণতন্ত্র, সুশাসন ও নিরাপত্তা চায় ॥ এরশাদ

প্রকাশিত: ০৪:২০, ৩ নভেম্বর ২০১৫

মানুষ সত্যিকারের গণতন্ত্র, সুশাসন ও নিরাপত্তা চায় ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ নবেম্বর ॥ “জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের মানুষ সত্যিকারের গণতন্ত্র, সুশাসন ও নিরাপত্তা চায়। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচারহীনতার কারণে সমাজ আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। দেশে খুনীর বিচার না হওয়ায় খুনের ঘটনা বেড়েই চলছে।” তিনি সোমবার বিকেলে নাটোরের এন এস কলেজ অডিটরিয়ামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার যেন অসহায় হয়ে পড়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে আজিজ সুপার মার্কেটে একজন প্রকাশককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। জনমনে ভীতি আর নিরাপত্তাহীনতা বিরাজ করছে । হত্যা-খুন-জখম-হামলা সন্ত্রাসের ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, জনগণ জাতীয় পার্টির সরকার চায়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সকল জেলায় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে মজিবর রহমান সেন্টুকে জেলা সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন। সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সেন্টুর সভাপতিত্বে একযুগ পরে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, রেজাউল ইসলাম ভুইয়াসহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ে প্রিসাইডিং অফিসার হত্যা মামলায় ৪৯ জনের জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ নবেম্বর ॥ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং অফিসার জবায়দুল হক হত্যা মামলায় ৪৯ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী সহকারী প্রিসাইডিং অফিসার হত্যা মামলায় একজনের জামিন মঞ্জুর করে ও ৪৯ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুড়া ভোট কেন্দ্রে হামলা চালায় নির্বাচন বিরোধীরা। এ সময় তারা ভোট কেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিসাইডিং অফিসার জবায়দুল হককে গুলি করে হত্যা করে। এ ছাড়াও তারা সদর উপজেলার ভোট কেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
×