ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ‘নির্মল যাত্রা উৎসব’

প্রকাশিত: ০৪:২১, ৩ নভেম্বর ২০১৫

ময়মনসিংহে ‘নির্মল যাত্রা উৎসব’

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাশিল্পকে অশ্লীলতার অভিশাপ থেকে মুক্তি দান ও দুস্থ যাত্রাশিল্পীদের সাহায্যার্থে ‘শুদ্ধাচারের স্বপক্ষে নির্মল যাত্রা, শীলিত সমাজ গড়ে আনে শুভযাত্রা’ সেøাগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘নির্মল যাত্রা উৎসব’। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ও নির্মল যাত্রা উৎসব উদ্যাপন পর্ষদের ব্যবস্থাপনায় আগামী ০৫-১৫ নবেম্বর ময়মনসিংহ সার্কেট হাউস সংলগ্ন জিমনেশিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ যাত্রা আয়োজন। ৫ নবেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি যাত্রানট মিলন কান্তি দে। এছাড়াও অতিথি থাকবেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় থাকছে একটি করে যাত্রাপালা। এসব পালায় দেশের নন্দিত যাত্রানটেরা অভিনয় করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আমীর আহাম্মদ চৌধুরী রতন। তিনি বলেন, যাত্রার নামে সংস্কৃতিক অঙ্গনে অশ্লীলতা-অপসংস্কৃতি ও অপবাদ রোধ এবং পরিচ্ছন্ন যাত্রাচর্চার লক্ষ্যে আমাদের এই অনবদ্য প্রয়াস। আয়োজনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। উৎসব উপলক্ষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিজনদের লেখায় বর্ধিত কলেবরে একটি স্মরণিকা প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তিনি। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হবে নন্দিত যাত্রাপালা ‘নিচু তলার মানুষ’। রঞ্জন দেবনাথ রচিত জনপ্রিয় এই পালার নির্দেশনা দিয়েছেন যাত্রাজন শাহ আলম।
×