ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিপাবলিক অফ জাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৪, ৩ নভেম্বর ২০১৫

রিপাবলিক অফ জাকিস্তান

চার একর জমির ওপরে দেশ। মার্কিন মুলুকের জাক ল্যান্ডসবার্গ ইন্টারনেটে জমি কিনে ‘সার্বভৌম রাষ্ট্র’ তৈরি করেছেন নিজে হাতে। নাম দিয়েছেন রিপাবলিক অফ জাকিস্তান। রয়েছে নিজস্ব পতাকা, রোবোট নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, পাসপোর্টও! প্রেসিডেন্ট জাক নিজেই। পাসপোর্ট দেখিয়ে এখানে প্রবেশের অনুমতি মেলে। -ওয়েবসাইট ড্রোন ভূপাতিত সাধারণত মিসাইল ছুড়ে ও গুলি করে ড্রোন ভূপাতিত করা হয়ে থাকে। তবে সম্প্রতি মার্কিন প্রযুক্তিভিত্তিক সংস্থা বেত্তেলে দাবি করেছে, তারা এক ধরনের বন্দুক আবিষ্কার করেছে যা রেডিও তরঙ্গের মাধ্যমে ড্রোন ভূপাতিত করতে সক্ষম। নতুন এই অস্ত্রটি সরাসরি ড্রোনকে ধ্বংস করবে না। এটা প্রথমে ড্রোনটিকে নিষ্ক্রিয় করবে ও পরে ভূমিতে নামিয়ে আনবে।‘ড্রোন ডিফেন্ডার’ নামক ওই অস্ত্রটি মাত্র ৩ সেকেন্ডেই একটি ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম। -ওয়েবসাইট
×