ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ নবেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ২২:৪২, ৩ নভেম্বর ২০১৫

২০ নবেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সকল জেলা ও উপজেলা কমিটিকে নির্দেশ দিয়েছে বিরোধী দল জাতীয় পাটি (জাপা)। দলের পক্ষ থেকে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নির্দেশনা দেন। মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়। তিনি জানিয়েছেন, সব জেলা কমিটিকে যথাশীঘ্র সম্ভব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। জেলা কমিটিগুলোকে নিজ নিজ জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভা থেকে প্রস্তাবিত তালিকা গ্রহণ করতে হবে। ওই তালিকা ২০ নভেম্বরের মধ্যে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। সোমবার দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন।
×