ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কে.বি কলেজ অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫৩, ৩ নভেম্বর ২০১৫

কে.বি কলেজ অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি সংবাদদাতা॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কে.বি কলেজ) গভর্নিং বডির চেয়ারম্যান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন এবং অধ্যক্ষ ড. এম. আতাউর রহমানকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষকসহ প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুরের দিকে কয়েকজন সন্ত্রাসী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে প্রাণনাশের হুমকী দেয় এবং গভর্নিং বডির চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূল করে বলে অভিযোগ করেন অধ্যক্ষ ড. এম. আতাউর রহমান। এই ঘটনায় কলেজের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক আবু রায়হান ও ইংরেজির প্রভাষক শারমিন নাহারকে দায়ী করে কলেজ কর্তৃপক্ষ জানায়, ওই দুই শিক্ষককের মদদপুষ্ট হয়েই সন্ত্রাসীরা কলেজের অভ্যন্তরে প্রবেশ করে এবং গভর্নিং বডির চেয়ারম্যান এবং অধ্যক্ষকে প্রাণনাশের হুমকী দেয়। ওই ঘটনায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন গত ২ নভেম্বর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর- ১০৮)। এছাড়া অধ্যক্ষকেও একাধিকবার মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জানান ওই অধ্যক্ষ।
×