ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ॥ ডগ স্কোয়াড মোতায়েন

প্রকাশিত: ০৫:১১, ৪ নভেম্বর ২০১৫

চট্টগ্রাম বিমানবন্দরে  নিরাপত্তা জোরদার ॥ ডগ স্কোয়াড মোতায়েন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাশকতাসহ যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ২৬ অক্টোবর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) মোতায়েনের পর মঙ্গলবার অস্ত্র-বিস্ফোরক বহনকারীদের শনাক্ত করতে বিমানবন্দরে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বিজিবি। জঙ্গী তৎপরতার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি এ কার্যক্রম শুরু করে। ২৮ ব্যাটেলিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল এমারত হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের সুপ্রশিক্ষিত দু’টি ডগ স্কোয়াড বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এগুলো সেখানে থাকবে। কেউ অস্ত্র-বিস্ফোরক, মাদক নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে তারা তাৎক্ষণিকভাবে সেটা শনাক্ত করতে পারবে। বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে দু’টি প্রশিক্ষিত কুকুরের সমন্বয়ে বিজিবির ১২ জন সদস্যের দু’টি ডগ স্কোয়াড বিমানবন্দরে দায়িত্ব পালন শুরু করেছে। বিকেল পর্যন্ত তারা পুরো বিমানবন্দর এলাকায় ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালায়।
×