ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে জেলহত্যা দিবস পালন

প্রকাশিত: ০৫:১৫, ৪ নভেম্বর ২০১৫

বিএসএমএমইউতে জেলহত্যা দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, (বিএসএমএমইউ) স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দেয়ার অঙ্গীকার নিয়ে জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় শহীদ ডাঃ মিলন হলের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান খান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, সিন্ডিকেট মেম্বার ডাঃ মোঃ হারিসুল হক, পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডাঃ এসএম জাকারিয়া স্বপন, ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, সহকারী প্রক্টর ডাঃ মোঃ আবু তাহের, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ খোরশেদ আলম, উপ-রেজিস্ট্রার ডাঃ মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া, ডাঃ চিত্ত রঞ্জন দাস, ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীন, ডাঃ বেলাল হোসেন সরকার, ডাঃ পবিত্র কুমার দেবনাথসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন জাতীয় চার নেতার হত্যাকারীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা। -বিজ্ঞপ্তি কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনিসুর রহমান বিশ্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় দাফতরিক এক পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। আনিসুর রহমান বিশ্বাস কেসিসির ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য (মেয়র-১)। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে সোমবার (০২ নভেম্বর) দুটি ফৌজদারি মামলার চার্জশীটভুক্ত আসামি হওয়ায় কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে সাময়িক বরখাস্ত করা হয়। কেসিসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জানকে সামিয়ক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের অনুপস্থিতকালীন সময়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ (২) উপধারা (১) অনুযায়ী মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য (প্যানেল মেয়র-১) আনিসুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার অর্পণ করা হয়েছে। তিনি মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই কেসিসির কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভারপ্রাপ্ত মেয়রকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেয়র নির্বাচিত হন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে কেসিসির মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দু’টি ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার আইন-২০০৯ (২০০৯-এর ৬০ নং আইন) এর ধারা-১২ এর উপ-ধারা (১) মোতাবেক সোমবার (২ নবেম্বর) তাকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর এক মাস আট দিনের মাথায় তিনি বরখাস্ত হন।
×