ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধবিমান

প্রকাশিত: ০৫:৩৭, ৪ নভেম্বর ২০১৫

দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধবিমান

দক্ষিন চীন সাগর নিয়ে দুই পরাশক্তি রাষ্টের মধ্যে উত্তেজনা এখন চরমে। চীনের কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইল অদূরে মার্কিণ যুদ্ধাজাহাজ অতিক্রমনের একদিন পর একই স্থানে নৌ জেট প্রেরণ করে সমাজতান্তিক চীন। বির্তকীত এ অঞ্চলের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ রয়েছে চীনের এবং যুক্তরাস্ট্রের দাবি মিত্র রাস্ট্রের আহবানে তাদের দক্ষিন সাগরে উপস্থিতি। এ অঞ্চলটি খনিজ সম্পদে ভরপুর বলে ধারণা করা হয়। এ কারণে এই সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ। চীন দক্ষিণ চীন সাগরে একটি কৃক্রিম দ্বীপও তৈরি করে এবং সেখানে দেশটির নৌ ঘাঁটি অবস্থিত। নৌ-ঘাঁটির অদূরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। যদিও যুক্তরাস্ট্রের দাবি তাদের যুদ্ধাজাহাজ আন্তর্জাতিক সমুদ্র সীমানার আইন মেনে দ্বীপটি অতিক্রম করেছে। চীন অবশ্য যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের হুমকি দেয় এবং মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রমের একদিন পর নৌ যুদ্ধ বিমান মহড়া শুরু করে। সূত্র : আরটি নিউজ
×