ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একক অভিনয়ে অর্পণা

প্রকাশিত: ১৮:১৬, ৪ নভেম্বর ২০১৫

একক অভিনয়ে অর্পণা

অনলাইন রির্পোটার ॥ ‘ঝংকার’ নামের একটি নাটকে একক অভিনয় করছেন অর্পণা ঘোষ। পুরো নাটকজুড়ে কেবল তিনিই। ব্যতিক্রম ধর্মী এই নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল তাকেই দেখা যাবে। অন্যসব চরিত্রের শুধু কণ্ঠ শোনা যাবে। এই নাটকে শিউলি চরিত্রে অভিনয় করছেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীর কাছে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। শিউলির কাছে নাচ হলো মরুজীবনে নদীর মতো। কিন্তু বিয়ের পরে তার নাচ বন্ধ করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। কথা ছিলো শিউলি পড়াশোনা চালিয়ে যাবে। তা-ও বন্ধ করে দেওয়া হয়। নিষেধের শেকল চারদিক থেকে শিউলিকে জড়িয়ে ধরে। যৌতুকের জন্যও তাকে অপদস্ত হতে হয়। এভাবে চলতে চলতে শিউলি একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ‘ঝংকার’ পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। তিনি বলেছেন, “আমাদের দেশে নারীদের ওপর শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতন কোনো অংশে কম নয়। কিন্তু মানসিক নির্যাতনকে তেমন গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না। নারীকে তার উপযুক্ত মর্যাদা, সম্মান ও অধিকার দিতে হবে। এটাই নাটকটির মূল বক্তব্য। ‘ঝংকার’ হলো নিপীড়িত নারীর কণ্ঠস্বর।” নাটকটি এনটিভিতে আগামী ৬ নভেম্বর ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে ।
×