ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীন-তাইওয়ানের প্রেসিডেন্টরা প্রথমবারের মতো বৈঠকে বসছেন

প্রকাশিত: ১৮:৩৮, ৪ নভেম্বর ২০১৫

চীন-তাইওয়ানের প্রেসিডেন্টরা প্রথমবারের মতো বৈঠকে বসছেন

অনলাইন ডেস্ক ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেওউ বৈঠকে বসতে চলেছেন। দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। আগামী শনিবার (০৭ নভেম্বর) সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আজ বুধবার (০৪ নভেম্বর) জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে। দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ের পাশাপাশি এ বৈঠকে শি জিনপিং ও মা ইং-জেওউয়ের মধ্যে তাইওয়ান প্রণালী নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ। ১৯৪৯ সালে চীনা জাতিয়তাবাদীরা তাইওয়ান দ্বীপে গিয়ে সরকার গঠন করে। তখন থেকেই চীনা কমিউনিস্ট সরকার দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। তবে ২০০৮ সালে মা ইং-জেওউ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা উন্নতি হয়।
×