ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এনবিআরে কোন কোন্দল নেই’

প্রকাশিত: ২১:৫৪, ৪ নভেম্বর ২০১৫

‘এনবিআরে কোন কোন্দল নেই’

র্অথনতৈকি রিপোর্টার ॥ দেশের রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান এনবিআর কর্মকর্তাদের বিরোধ ও গ্রুপিং নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেওয়া বক্তব্য প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, এনবিআরে কোন কোন্দল নেই। রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে সবাই সহযোগতিামূলকভাবে কাজ করে যাচ্ছ।ে তিনি বলেন, আমরা সবাই মিলে কাজ করছি। বছর শেষে পূর্ণমাত্রার রাজস্ব আদায় হবে। প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ থাকে। তারপরও রাজস্ব আদায় দিন দিন বাড়ছে। তবে চলতি ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যতোই বড় হোক, তা অর্জন হবেই এবং রাজস্ব আদায় নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে দাবি করেন নজিবুর রহমান। বুধবার রাজধানীর সেগুণ বাগিচার রাজস্ব ভবনে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) প্রকাশিত ট্যাক্স গাইড ২০১৫-১৬’র মোড়ক উম্মোচন অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ সব কথা বলেন। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীতে শীতকালীন আয়কর মেলা আয়োজন করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান এনবিআর চেয়ারম্যান। এরআগে গত ২৭ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৬ হাজার কোটি টাকার মতো বড় ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তখন অর্থমন্ত্রী এনবিআরের অভ্যান্তরীণ বিরোধের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরে বলেন, রাজস্ব আয় এই কোয়ার্টারটা (৩ মাস) খারাপ হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এনবিআরের পরিবেশ কনভেনিয়েন্ট করতে হবে। ওখানে ছোটখাট বিরোধ মিটিয়ে ফেলতে হবে। কালেকশনে চেয়ারম্যানের অধিকতর নজর দেওয়া উচিত। এনবিআরে ব্যুরোক্রেটদের (আমলা) মধ্যে বিভিন্ন গ্রুপ-ট্রুপ থাকে। চলতি অর্থবছরে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়র লক্ষ্যমাত্রা বাজেটে থাকলেও প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আদায় হয়েছে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা। রাজস্ব আদায়ের এই চিত্রে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী আরও বলেছিলেন, এটা আমার সময়ের সবচেয়ে খারাপ আদায়। সে কারণে আমি খুবই আনহ্যাপি।
×