ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ভায়রাকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২২:২৯, ৪ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে ভায়রাকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক ॥ ভায়রাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোঃ ফয়সাল ইসলাম রাসেল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার পূর্ব কোদালার সন্দ্বীপ পাড়ার বাসিন্দা। রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের ৫ অক্টোবর নগরীর ডবলমুরিং থানা এলাকার ডিউ দুবাই মার্কেটের ছাদে এ হত্যাকাণ্ড ঘটে। ভায়রা ভাই ওয়াহিদুন নবী শাহীনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে- এমন সন্দেহে রাসেল ওই হত্যাকাণ্ড ঘটায়। পিপি আইয়ুব খান বলেন, ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে ওই মার্কেটে শাহীনের দোকানে যান রাসেল। সেখান থেকে কথা আছে বলে তাকে ডেকে ছাদে নিয়ে ছুরিকাঘাত করেন। শাহীনের শরীরে ১৮টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মার্কেটের লোকজন রাসেলকে ধরে ফেলে। এ ঘটনায় শাহীনের বাবা মোঃ ইব্রাহিম বাদি হয়ে মামলা করেন। ২০১৪ সালের ১১ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। একই বছরের ৯ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এই রায় দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় রাসেল আদালতে ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
×