ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের ৩০০ সড়কের মেরামত কাজ শুরু হবে- সাঈদ খোকন

প্রকাশিত: ০১:১০, ৪ নভেম্বর ২০১৫

ডিসেম্বরের ৩০০ সড়কের মেরামত কাজ শুরু হবে- সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৩০০টি সড়কের গলি-উপগলি মেরামত ও সংস্কার কাজ শেষ করার ঘোষনা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার সংস্থার নিজস্ব তহবিল হতে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে জুরাইন এলাকায় নব-নির্মিত ৩ দশমিক চার কিলোমিটার সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃব্যে মেয়র এ ঘোষনা দেন। এসময় মেয়রের সাথে এডভোকেট সানজিদা খানম এমপি, আবু হোসেন বাবলা এমপি, ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন, হাজী মোঃ মাসুদ, নাসির উদ্দিন ভূইয়া, নিতাই চন্দ্র ঘোষ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ রাস্তাটি উদ্বোধন করা হল। এরফলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি দাবী পূরণ হয়েছে। এ এলাকার জনগন এ সড়ক নির্মাণের ফলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। পরে মেয়র পোস্তঘোলা জাতীয় মহা-শ্মশানঘাট আধুনিকায়নের অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের মরদেহ সৎকারের জন্য স্থাপিত নতুন ২টি চুল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া মহা-শ্মশানের চারদিকের সীমানা প্রাচীর নির্মাণ, চারটি নতুন গেইট নির্মাণ, সার্বজনীন কালী মন্দির নির্মাণ ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে।
×