ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০২:১৬, ৪ নভেম্বর ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ সৌভাগ্যের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলো অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনকে ১-০ গোলে হারায় আসরের রেকর্ড সর্বোচ্চ দশবারের চ্যাম্পিয়নরা। অনেকটা অপ্রত্যাশিতভাবে রিয়ালের পক্ষে জয়সূচক গোল করেন বদলি হিসেবে মাঠে নামা স্প্যানিশ ডিফেন্ডার নাচো। রিয়ালের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে প্রাধান্য বিস্তার করে খেলেও হারতে হয়েছে পিএসজিকে। অবশেষে গোলের খরা কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে এসেছে রেড ডেভিলসরা। ওল্ডট্রাফোর্ডে অধিনায়ক ওয়েন রুনির একমাত্র গোলে ম্যানইউ হারায় রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোকে। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ম্যানইউ। ‘সি’ গ্রুপে গালাতাসারেকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের সুবাতাস পাচ্ছে পর্তুগালের ক্লাব বেনফিকা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। গ্রুপের আরেক ম্যাচে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ স্বাগতিক কাজাখস্তানের ক্লাব আস্টানার সঙ্গে গোলশূন্য ড্র করে। জুভেন্টাসের কাছে হার দিয়ে মিশন শুরু হলেও টানা তিন ম্যাচ জিতে সেরা ১৬ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ‘ডি’ গ্রুপের ম্যাচে সিটি পরশু রাতে সহজেই ৩-১ গোলে হারায় স্পেনের সেভিয়াকে। তবে হারতে হারতে কোনরকমে বেঁচে গেছে জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নরা গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি বুফনের নৈপুণ্যে ১-১ গোলে ড্র করে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডব্যাচের সঙ্গে।
×