ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জিম্বাবুইয়ে দুর্বল দল’

প্রকাশিত: ০২:১৭, ৪ নভেম্বর ২০১৫

‘জিম্বাবুইয়ে দুর্বল দল’

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়েকে অনেকটা দুর্বল দল হিসেবেই আখ্যা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে তা ভাবতে রাজি নন। জিম্বাবুইয়েকে দুর্বল দল ভাবছেন না হাতুরাসিংহে। তবে সাকিবের মতোই কর্তৃত্ব দেখানোর কথা বলেছেন। যেভাবেই হোক কর্তৃত্ব করেই জেতার ইঙ্গিত দিলেন কোচ। বললেন, ‘সর্বশেষ সিরিজগুলোতে আমরা ডমিনেট করেই জিতেছি। কোন ম্যাচে হয় তো আমরা সাত উইকেটে বা আট উইকেটে জিতেছি।’ হাতুরাসিংহে এবারও সেই রকম কিছুই দল থেকে চান। সাকিব যেমন বলেছেন, ‘ওদের সঙ্গে ভাল খেলেছি। এখনও আমাদের সেই চিন্তাই আছে। লক্ষ্য থাকবে যাতে চাপ প্রয়োগ করে খেলতে পারি। চ্যালেঞ্জটা দিন দিন পরিবর্তন হতে থাকে। ওদের সঙ্গে যেহেতু আমরা নিয়মিত ভাল খেলি, এই কারণে এবার তাদের সঙ্গে কর্তৃত্ব করে খেলতে চাই। যেভাবে বড় দল কোন ছোট দলের সঙ্গে খেলে।’ তবে হাতুরাসিংহে বলেছেন, ‘কোন আন্তর্জাতিক সিরিজই আমি হালকাভাবে নিতে পারি না। আমি জিম্বাবুইয়েকে অন্য দলের চেয়ে দুর্বল বা সহজ প্রতিপক্ষ ভাবছি না। কারণ, আমরা আমাদের জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছি। এই সিরিজে আমরা আমাদের সর্বশক্তি দিয়েই খেলব এবং সিরিজটি আমরা সিরিয়াসলিই নিয়েছি।’
×