ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবীন লিখিয়েদের মঞ্চ

প্রকাশিত: ০৪:০১, ৫ নভেম্বর ২০১৫

নবীন লিখিয়েদের মঞ্চ

সৈয়দ রবিউস সামস সামাজিক যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম ফেসবুক মত প্রকাশ ও লেখালেখির ভুবনে যে এক নতুন আশার সঞ্চার করছে তা বলার অপেক্ষা রাখে না। অনেক সুপ্ত প্রতিভার আগমন ঘটছে ফেসবুকে অভ্রের শুভ্রতা দিয়ে। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের অনেকেই দেখি হাঁটি হাঁটি পা পা করে ফেসবুকের আশীর্বাদ গ্রহণ করছে। খুবই ইতিবাচক ইঙ্গিত নিঃসন্দেহে। লেখার মাধ্যমে তারা তাদের নিজেদের ইচ্ছা, সুখ, দুঃখ, আবিষ্কার, ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরছেন। অনেকে নিজেদের অপ্রকাশিত কবিতা, অর্জন, ভ্রমণ কাহিনী, রাজনৈতিক তথা সামাজিক ও অর্থনৈতিক বিশ্লেষণ পোস্ট করছেন। ফেসবুকের সূত্রপাত না হলে এই সব সৃজনশীলতা আমরা হয়ত দেখতে পেতাম না। অনেক সময় ফেসবুকের নিউজফিডে ভেসে আসে বিভিন্ন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন এবং অনেক ক্ষেত্রে এ সবের প্রতিকারও আমরা দেখতে পাই। বিভিন্ন পোস্ট পাই প্রবাদ বাক্যের, সু-পরামর্শসহ নানা প্রয়োজনীয় তথ্য। পুরনো বন্ধুদের খোঁজ, নতুনদের সার্কেল বাড়ানোÑ সবই হচ্ছে এই সামাজিক যোগাযোগের ব্যাপ্তিতে। দেশে-বিদেশে বয়স ভেদে চলছে কুশল বিনিময়। বিশেষ দিন, জন্মদিন বা নতুন সংসারের শুভ কামনা অনেকের জীবনে নতুন প্রেরণা জাগায়। মতিঝিল, ঢাকা থেকে
×