ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দূরত্ব কমানোর ম্যাজিক

প্রকাশিত: ০৪:০২, ৫ নভেম্বর ২০১৫

দূরত্ব কমানোর ম্যাজিক

মুক্তা প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই এখন লোকে হামলে পড়ে ফেসবুকিং করতে। কিন্তু কি এমন আছে এতে? আমি নিজেও প্রায় সব সময় চেষ্টা করি ফেসবুকের সংস্পর্শে থাকার। ফেসবুক একসময় নতুন প্রজন্মের কাছে শুধুমাত্র বিনোদনের বিষয় ছিল। বর্তমানে সেই বিনোদনের স্থানে জায়গা করেছে সমাজে নীতি, নৈতিকতা, ইতিহাস, বর্তমান বিশ্ব, ফ্যাশন নিউজ থেকে শুরু করে আরও অনেক কিছু। আপনি এখন ফেসবুকে বসেই জানতে পারছেন বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা। সংবাদপত্রের প্রায় সব নামী দামী পত্রিকা তাদের ফেসবুক পেজ খুলেছে। এতে করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যারা পত্রিকা পড়তে আগ্রহী নয়, তারাও কিন্তু খুব সহজে সাম্প্রতিক খবরগুলো পেয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম নতুন বিজনেস অনলাইন বিজনেস এখন ফেসবুকে সম্প্রসারিত হচ্ছে। যা শুধু মাত্র শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে। এতে করে লোকজন ঘরে বসেই কেনাকাটা করতে পারছেন। ফেসবুকে যে ছবি আদান-প্রদানের ব্যবস্থা আছে সেটা অনেক শিক্ষার্থীর উপকারে আসছে। বলতে গেলে এখন মানুষের মধ্যকার দূরত্ব অনেকটাই এই ফেসবুক কমিয়ে দিয়েছে। যতরপুর, সিলেট থেকে
×