ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুক

প্রকাশিত: ০৪:০৩, ৫ নভেম্বর ২০১৫

ফেসবুক

ফেসবুক তথ্যকণিকা-১ প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটিতে পৌঁছেছে। ফেসবুকে প্রতি মাসে ৭০ কোটি গ্রুপ তৈরি হচ্ছে। প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পৌঁছেছে ৭০ কোটিতে। ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী ৫০ কোটি ছাড়িয়েছে। প্রতি মাসে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ৩০ কোটি ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা ফেসবুকের ফেসবুক তথ্যকণিকা-২ মিশিগান বিশ্ববিদ্যালয়ের মনোবিদ এথান ক্রস জানান, সামাজিক যোগাযোগে ফেসবুকের ভূমিকা থাকলেও তরুণ ও যুবকদের মধ্যে হতাশা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক। এ ক্ষেত্রে ‘ফেসবুক-ঘটিত ঈর্ষা’ তরুণদের মানসিক কষ্ট বাড়াচ্ছে। অন্যান্য ফেসবুক বন্ধুদের চমকপ্রদ ডিজিটাল জীবনব্যবস্থা দেখে নিজেকে তুচ্ছ মনে করছেন অনেকে। জার্মান গবেষকদের এক গবেষণার তথ্য, মানুষ যত বেশি সময় ফেসবুকে কাটায়, ততই তাঁর ঈর্ষা বাড়ে, একাকিত্ব বোধ হয় ও রাগে ফুঁসতে থাকে ফেসবুক তথ্যকণিকা-৩ ফেসবুকে প্রতিদিন ৮৯ কোটি ছবি আপলোড হয়। প্রতিদিন সার্চ বা অনুসন্ধান হয় ১০০ কোটি বার। ফেসবুক কমিউনিটির অ্যাপে প্রতিদিন ২০০ কোটি ছবি বিনিময় করা হয়। প্রতিদিন ৩০০ কোটিবার ভিডিও দেখা হচ্ছে। দৈনিক ৭০০ কোটি লাইক পড়ছে, আর বার্তা বা মেসেজের হিসেবে দেখা গেছে ফেসবুকে দৈনিক ৩০ হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হচ্ছে
×