ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ায় আফগান নারীকে পাথর ছুড়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৭, ৫ নভেম্বর ২০১৫

প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ায় আফগান নারীকে পাথর ছুড়ে হত্যা

বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে আফগানিস্তানে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা এই হত্যাকা-ের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সোস্যাল নেটওয়ার্কিং সাইটে। ভিডিওটি সম্প্রচার করছে আফগানিস্তানের সংবাদ চ্যানেলগুলোও। তালেবান নিয়ন্ত্রিত ঘোর প্রদেশের ফিরোজকোহতে এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। খবর বিবিসির। ভিডিওতে দেখা যায়, এক গর্তে থাকা সেই নারীকে ঘিরে একদল মানুষ পাথর ছুড়ছে। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে। পাথর ছোড়া শুরু হতেই বাঁচার জন্য মেয়েটির করুণ আর্তিও শোনা যায়। মেয়েটির আর্তিকে উপেক্ষা করেই ক্রমশ বাড়তে থাকে পাথরবৃষ্টি। মেয়েটির নাম রোখসানা। বয়স ১৯ থেকে ২১-এর মধ্যে। তার অমতেই বাড়ির লোকজন বিয়ে দিয়েছিল। কিন্তু তা মন থেকে মেনে নিতে পারেননি। ফলে ২৩ বয়সী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান রোখসানা। লক্ষ্য ছিল বিয়ে করে প্রেমিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করা। এতে তালেবানের রোষানলে পড়েন তিনি। স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়। আফগানিস্তানে এ ধরনের হত্যাকা- বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগ এনে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়।
×