ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার টুইটে হার্ট

প্রকাশিত: ০৪:০৯, ৫ নভেম্বর ২০১৫

এবার টুইটে হার্ট

এত দিন কারও টুইট পছন্দ হলে স্টার আইকনে ক্লিক করে নিজের পছন্দ জানানো যেত। স্টার ক্লিক করলেই সেটা হয়ে যেত আপনার ফেভরিট টুইট। এ বার ফেভরিটের বদলে টুইটার নিয়ে এল ইন্সটাগ্রাম স্টাইলের হার্ট-শেপ লাইক অপশন। টুইটিরা ফেভরিটের বদলে লাভ অপশন ক্লিক করে জানাবেন নিজের পছন্দ। টুইটার এ্যাপ ও ওয়েব, দুই জায়গাতেই দেখা যাবে রেড হার্ট আইকন। -ওয়েবসাইট হান্টার্স মুন সকালে ঘুম থেকে উঠেই আকাশে এক সঙ্গে দু’দুটো সূর্য! এমনটা আবার হয় নাকি? অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ঘুম ভাঙল এভাবেই। এই ঘটনাকে বলা হয় হান্টার্স মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায় এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রীতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালোভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। -ওয়েবসাইট দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত ॥ নিহত ৪১ দক্ষিণ সুদানের রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রাশিয়ায় তৈরি একটি কার্গোবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪১ জন নিহত হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা ও বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। কার্গোবিমানটিতে যাত্রী পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি জানিয়েছেন, বিমানটির এক ক্রু সদস্য ও আরোহী একটি শিশু রক্ষা পেয়েছেন। খবর ওয়েবসাইটের।
×