ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদিল সিকিউরিটিজকে জরিমানা

প্রকাশিত: ০৪:১০, ৫ নভেম্বর ২০১৫

আদিল সিকিউরিটিজকে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আদিল সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে। নিজ প্রতিষ্ঠানের পরিচালককে মার্জিন ঋণ দিয়ে আইন ভঙ্গ করার কারণে প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ৫৩৮তম কমিশন সভায় এই প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার ডিএসইতে তালিকাভুক্ত হলো সিমটেক্স ইন্ড্রাস্টিজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। নিয়ম অনুযায়ী এখন কোম্পানিটি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) শেয়ার দেবে। এরপর সিডিবিএল বিনিয়োগকারীদের হিসাবে শেয়ার পাঠাবে। সিডিবিএল বিনিয়োগকারীদের বিওতে শেয়ার দেয়া সম্পন্ন করলে কোম্পানির পক্ষ থেকে ডিএসইতে জানানো হলে তারা লেনদেনের সময় ঠিক করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×