ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলকাতা উৎসবে বাংলাদেশের দুই চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:২০, ৫ নভেম্বর ২০১৫

কলকাতা উৎসবে বাংলাদেশের দুই চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের অন্যতম সাংস্কৃতিক উৎসব ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে আগামী ১৪ নবেম্বর। এই চলচ্চিত্র উৎসব চলবে ২১ নবেম্বর পর্যন্ত। এ উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্রের তালিকা ও সময়সূচী ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রনজিৎ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, মুনমুন সেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে যোগ দিচ্ছে ১৬টি দেশের ১৪৯টি চলচ্চিত্র। ওই দিন বিকেলে কলকাতার নেতাজি ইনডর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও বিদ্যা বালান। তবে এবার উপস্থিত থাকতে পারবেন না শাহরুখ খান। তিনি ওই সময় ব্যস্ত থাকবেন তাঁর ‘দিলওয়ালে’ চলচ্চিত্রের শূটিংয়ে। তবে পরে তিনি একদিনের জন্য কলকাতায় এসে যোগ দেবেন এই উৎসবে। এদিকে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার যোগ দিচ্ছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। এর মধ্যে একটি মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’, অন্যটি ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধর নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিমঅলা’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ বছরে ২১ বছরে পা দিল।
×