ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্যাজ এ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল শুরু আজ

প্রকাশিত: ০৪:২০, ৫ নভেম্বর ২০১৫

জ্যাজ এ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সামরিক জাদুঘর মাঠে আজ থেকে শুরু হচ্ছে ‘জ্যাজ এ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’। ব্লুজ কম্যুনিকেশন্স আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। উৎসব আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, এরই মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ। প্রথম দিন আজ থাকবে জ্যাজ কিংবদন্তি জন ম্যাকলাফলিনের পরিবেশনা। তার সঙ্গে বাজাবে তার দল ফোর্থ ডাইমেনশন। এ দিনের শিল্পী তালিকায় আরও আছেন ভারতের বসুন্ধরা বিদ্যালুর, বাংলাদেশের ইমরান আহমেদ কুইনটেট এবং যুক্তরাষ্ট্রের সাই মায়েস্ট্রো ট্রিও। দ্বিতীয় দিনে উৎসব মঞ্চে থাকবে বাংলাদেশের দ্য ব্লুজ ব্রাদার্স, রাজেফ খান, ফ্রান্সের ফ্লোরিয়ান, ভারতের লুই ব্যাঙ্কস এবং যুক্তরাষ্ট্রের কিংবেবির পরিবেশনা। শেষ দিন উৎসবের তারকা পারফরমার আইয়ুব বাচ্চু, সঙ্গে থাকবে তার দল এবি ব্লুজ। তাছাড়া সেদিন আরও জ্যাজ ও ব্লুজ সঙ্গীত পরিবেশন করবে ব্রাজিলের দল এসড্রাস নোগুয়োরা কোয়ার্টেট, ভারতের সোলমেট এবং ফ্রান্সের জ্যাজ শিল্পী চায়না মোজেস। আশা করছি, শ্রোতারা খুব ভালো জ্যাজ ও ব্লুজ অভিজ্ঞতা পাবেন। তিনি আরও বলেন, জ্যাজ ও ব্লুজ গানের ঘরানা এ দেশের শ্রোতাদের জন্য নতুন হলেও এরই মধ্যে উৎসবের প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনের টিকিটের জন্যও অনেক চাহিদা। শুধু গান নয়, এর পাশাপাশি থাকছে বড় ও নামী ব্রাান্ডের খাবারের স্টল। তাছাড়া জ্যাজ ও ব্লুজ গানের কিংবদন্তিদের ছবি ও উক্তি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।
×