ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে

প্রকাশিত: ০৪:২১, ৫ নভেম্বর ২০১৫

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে

সংস্কৃতি ডেস্ক ॥ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে। বুধবার দুপুরের দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি হাঁপানি ও পেটের পীড়ায় ভুগছেন বলে জানিয়েছেন নূরজাহান বেগমের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নূরজাহান বেগম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসক মির্জা নাজিমউদ্দিনের অধীনে চিকিৎসাধীন তিনি। বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। বেগম পত্রিকাটি বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৫০ সালে বেগম চলে আসে ঢাকায়। বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। প্রথম সম্পাদিকা ছিলেন সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন নাসিরউদ্দীনের সুযোগ্য মেয়ে নূরজাহান বেগম। ৯০ বছর বয়সী নূরজাহান প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার ডাক নাম নূরী।
×