ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লালমোহনে আগুনে পুড়েছে ৬ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১৮:৫১, ৫ নভেম্বর ২০১৫

লালমোহনে আগুনে পুড়েছে ৬ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

অনলাইন রির্পোটার ॥ ভোলার লালমোহনে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার(০৫ নভেম্বর) ভোরে উপজেলার হাইস্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, মো. কামাল হোসেনের মালিকানাধীন মাইওয়ান টিভির সো-রুম, জলিল ব্যাপারীর মুদি দোকান ও গোডাউন, এমরান হোসেনের ফার্নিচার, শাহিনের প্রাণ কনজুমারের মালামাল ও অপর একটি গোডাউন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে উপজেলার হাইস্কুল মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে লালমোহন, বোরহাউদ্দিন ও চরফ্যাশন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি দোকান সম্পূর্ণ ও ৪টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
×