ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাইম স্কেল-সিলেকশন গ্রেড নিয়ে আশ্বাস দিলেন মুহিত

প্রকাশিত: ১৯:০৬, ৫ নভেম্বর ২০১৫

টাইম স্কেল-সিলেকশন গ্রেড নিয়ে আশ্বাস দিলেন মুহিত

অনলাইন রিপোর্টার ॥ নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার পর সরকারি কর্মচারীরা তা বহাল রাখার দাবি জানিয়ে আসছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ পে-স্কেলের সুপারিশ অনুযায়ী বাতিল করেছিলাম। এখন সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করব।” গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকতা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয় । মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি রিজিড না, সবকিছুই আলোচনা করে সমাধান করার সুযোগ আছে।”
×