ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজারে নতুন হাইব্রিড ধান চমক-১ ॥ বিঘায় ৫৫ মন ফলন

প্রকাশিত: ২০:৩০, ৫ নভেম্বর ২০১৫

বাজারে নতুন হাইব্রিড ধান চমক-১ ॥ বিঘায় ৫৫ মন ফলন

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ আসছে সেচ নির্ভর বোরো আবাদে এবার বাংলাদেশে এসেছে নতুন জাতের হাইব্রিড ধানবীজ চমক-১। পরামর্শ অনুযায়ী কৃষকরা এই ধান আবাদ করলে একর( ১০০ শতক) প্রতি জমিতে ১২০ মন পর্যন্ত ধান পেতে পারেন। যা বিঘাপ্রতি (৫০ শতক) ৬০ মন। বর্তমানে বাজারে বোরো আবাদের জন্য যে সকল ধান বীজ বাজারে পাওয়া যাচ্ছে সে গুলোর চেয়ে বোরো আবাদে চমক-১ ধানবীজকে আমদানী কারনরা দেশ সেরা হিসাবে অখ্যায়িত করেছে। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে নীলফামারীর নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান কোয়েল জানান, ধান ঝরা, গাছ হেলে পড়া ও চিটামুক্ত বৈশিষ্ঠ্য থাকায় কৃষকদের জন্য এই জাতের চাষ লাভজনক হবে।তিনি বলেন, এই ধান ছোট মোটা যার ভাত ঝরঝরে এবং সুস্বাদু । এটি ভোক্তাদের কাছেও বেশ জনপ্রিয় উঠবে বলে মনে করেন তিনি।
×