ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী কারা একাডেমীতে প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ

প্রকাশিত: ০০:০৪, ৫ নভেম্বর ২০১৫

রাজশাহী কারা একাডেমীতে প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমীতে ৪৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের শপথ গ্রহণ ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কারা একাডেমী প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণ ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে ১৯১ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহন করেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রাখাল চন্দ্র বর্মন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের নীতি, নৈতিকতা, ও মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। এদিকে, প্যারেড অধিনায়ক হিসেবে ছিলেন, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় এবার তিন কারারক্ষীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রাজশাহীর শরিফুল ইসলাম প্রথম, ঢাকার মাজাহারুল ইসলাম দ্বিতীয় এবং খুলনার আসাদুজ্জামান তৃতীয় স্থান অধিকার করেন।
×