ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জা ফখরুলের ৩ মামলা রুলের শুনানি ৯ নভেম্বর

প্রকাশিত: ০০:০৫, ৫ নভেম্বর ২০১৫

মির্জা ফখরুলের ৩ মামলা রুলের শুনানি ৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় হাইকোর্টের দেয়া রুলের শুনানি আগামী ৯ নভেম্বর।বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকোট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ফজলুর রহমান খান। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেৃৃট সগির হোসেন লিওন। তার আগে গত ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরের দিন ৩ নভেম্বর মঙ্গলবার মির্জা ফখরুল নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তিনি এখন কাশিমপুর কারাগারে আছেন বলে জানান তার আইনজীবী।
×