ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস ক্যাডারদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০০:০৯, ৫ নভেম্বর ২০১৫

বিসিএস ক্যাডারদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে প্রতিবাদ সমেবশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. ইসতিয়াক আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক কৃষিবিদ ডা. নুরুল হক, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, বিএম কলেজের অধ্যক্ষ এনামুল হাকিম, শেবাচিমের পরিচালক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন ফারুক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা কৃত্যপেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, উপজেলার ইউএনও কর্তৃক বেতন বিলে স্বাক্ষর বাতিল, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্নবহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের ৬ দফা দাবী তুলে ধরেন। জরুরী ভিত্তিতে উল্লেখিত ৬দফা বাস্তবায়নের জন্য বক্তারা সরকারের কাছে জোর দাবী করেন।
×