ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক সুরক্ষায় ব্যয় হবে ২ লাখ ২৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০০:১৭, ৫ নভেম্বর ২০১৫

সামাজিক সুরক্ষায় ব্যয় হবে ২ লাখ ২৩ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী পাঁচ বছরে (২০১৬-২০) সামাজিক সুরক্ষা খাতে ব্যয় হবে ২ লাখ ২৩ হাজার ২২০ কোটি টাকা। এর মাধ্যমে সুবিধাভোগীদের বিশেষ নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে। এমনই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে। এটির প্রকাশনা অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সমাজ কল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন, ইউএনডিপির কান্ট্রি ডাইরেক্টর পাওলিন থমাসিস, ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারা কুক ও পরিকল্পনা সচিব সফিকুল আজম। অনুষ্ঠানে কৌশল পত্রের মূল প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। বক্তব্য রাখেন, বিআইডিএস এর ড. বিনায়ক সেন ও ঢাবির অর্থনীতির প্রফেসর ড. এমএম আকাশ। অনুষ্ঠানে জানানো হয়, গত জুন মাসে এটি মন্ত্রীসভা অনুমোদন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এই কৌশল পত্র বাস্তবায়নের মাধ্যমে বদলে যাবে সরকারের সামাজিক নিরাত্তা কর্মসূচী। সেই সাথে এ খাতে বরাদ্দ বাড়ানোর এবং এ খাতে বিনিয়োগকে উৎপাদনমূখী করার উদ্যেগ রয়েছে। এই কৌশল পত্রের মাধ্যমে বর্তমান চলমান প্রায় ১৪৫টি কর্মসূচীকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে। তাছাড়া আসবে ব্যাপক পরিবর্তন।
×