ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ীতে খাজনা গ্রহনের দাবীতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত: ০১:৫৮, ৫ নভেম্বর ২০১৫

টঙ্গীবাড়ীতে খাজনা গ্রহনের দাবীতে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ে কৃষকের ১৬ হাজার একর জমির খাজনা না নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মানববন্ধণ হয়েছে। উপজেলা পরিষদের মাঠে এ মানববন্ধনে অংশ নেয় কয়েকশত কৃষক। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কৃষক জেগে উঠা জমির খাজনা গ্রহনের দাবীতে নানা শ্লোগান দেয়। মানববন্ধনকারীরা জানান, খাজনা না নেয়ায় কৃষি ঋণ উত্তোলনসহ নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নিজের জমিতে পরবাসের মত অবস্থা। কয়েক বছরের ভাঙ্গনে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ের বিস্তৃর্ণ জমি পদ্মা নদী গর্ভে বিলীন যায়। তবে কয়েক বছরের মধ্যেই আবার চর জেগে উঠে। কৃষকরা সেখানে বসতিসহ কৃষিকাজ করছে। কিন্তু নানা কারণে সরকার এ সমস্ত জমির খাজনা না নেয়ায় এই মানববন্ধনের আয়োজন করে। দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হাওলাদার জানান, এই ইউনিয়নের ৮ হাজার কৃষক খাজনা দিতে না পারায় সম্পত্তি থাকা সত্তেও এখন একরকম ভূমিহীন।
×