ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার পুরস্কার ফিরিয়ে দেয়ার ঘোষণা দিলেন অরুন্ধতী ও কুন্দন

প্রকাশিত: ০৫:৩৩, ৬ নভেম্বর ২০১৫

এবার পুরস্কার ফিরিয়ে দেয়ার ঘোষণা দিলেন অরুন্ধতী ও কুন্দন

ভারতে অসহিষ্ণুতা ইস্যুতে এ বার পুরস্কার ফেরানোর তালিকায় যুক্ত হলেন অরুন্ধতী রায় আর কুন্দন শাহের নাম। একই দিনে পুরস্কার ফিরিয়ে দিলেন আরও ২৪ জন পরিচালক। অন্যদিকে বিবৃতি প্রকাশ করে সুশীল সমাজের একাংশ অভিযোগ করল, একের পর এক নির্বাচনে নরেন্দ্র মোদি তথা বিজেপির সাফল্য রুখতে না পেরে ঘুর পথে প্রতিশোধ নিতে চাইছে বিরোধী দলগুলো। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের। বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য ১৯৮৯ সালে জাতীয় পুরস্কার পান। সেই পুরস্কারই ফিরিয়ে দেয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেন অরুন্ধতী রায়। তিনি বলেন, দেশে যা চলছে তাকে ভুল করে ‘অসহিষ্ণুতা’ বলা হচ্ছে। একের পর এক ভয়ঙ্কর হত্যার ঘটনা যেভাবে ঘটছে, তা ‘অসহিষ্ণুতা’র চেয়ে অনেক গভীর এবং মারাত্মক বিষয়। পরিচালক কুন্দন শাহও ফিরিয়ে দিচ্ছেন জাতীয় পুরস্কার। তিনি ১৯৮৩ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান। চলচ্চিত্র এবং নাম করা কিছু টিভি ধারাবাহিকের নির্মাতা কুন্দনের কথায়, গভীর অন্ধকার দেশকে ঘিরে ধরছে। যা করার করতে হবে অন্ধকার আমাদের সম্পূর্ণ গ্রাস করার আগেই।
×